• ভলান্টিয়ার

যাদের মেম্বারশিপ ফি দিতে হবে। তারা ভোট দিতে পারবেন। একমাত্র তারাই ইলেকশানে দাড়াতে পারবেন। তারা কোনো বেনিফিট নিতে পারবেন না।

ভলান্টিয়ার

  • সময়কাল

    সময়: সাপ্তাহে কমপক্ষে ১ দিন

  • বাৎসরিক ফি

    ১,০০০ টাকা/ ১০০ ডলার

যাদের মেম্বারশিপ ফি দিতে হবে। তারা ভোট দিতে পারবেন। একমাত্র তারাই ইলেকশানে দাড়াতে পারবেন। তারা কোনো বেনিফিট নিতে পারবেন না।

আমরা কীভাবে কাজ করি?

  • নিজেদের মধ্যে যোগাযোগের জন্য কোন মুদ্রণ উপকরণ ব্যবহার করা হয় না। সব যোগাযোগ ডিজিটাল ফর্মে হয়।
  • আমাদের অফিসে কোন মুদ্রিত ডকুমেন্ট রাখা হয় না। (আইনি প্রয়োজন ছাড়া)। সব কাজ পেপারলেস হয়।
  • সমস্ত অ্যাকাউন্ট এবং নথি ডিজিটাল ফর্মে রক্ষণাবেক্ষণ করা হয়।
  • কোন অফিস সময়সূচী নেই, আপনার সুবিধামতো কাজ করুন, কাজ হলেই হলো।
  • কোর টিম শুধু সাপ্তাহিক ছুটির দিনে মিলিত হয়। বাকীরা মাঝে মধ্যে সময় সুযোগ মতো।
  • সদস্যদের সব কার্যক্রম ডিজিটাল সিস্টেমে রিমোট অফিস থেকে তত্ত্বাবধান করা হয়।

সদস্যদের জন্য প্রয়োজনীয়তা

  • সদস্যদের একটি ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। (যদি না থাকে তবে তৈরি করে নিন। অনুগ্রহ করে আপনার অফিসের ইমেল ব্যবহার করবেন না।)
  • সদস্যদের স্মার্ট ফোন থাকতে হবে, অ্যান্ড্রয়েড বা আইওএস থাকতে হবে।
  • সদস্যদের নিজদের মধ্যে যোগাযোগ করতে হবে Telegram অ্যাপের মাধ্যমে। সদস্যদের তাদের মোবাইল ডিভাইসে Telegram ইনস্টল করে নিতে হবে (Play Store বা App Store তে “Telegram” সার্চ করুন)।
  • সদস্যদের Telegram এ @BongiyoSamaj চ্যানেলটি সাবসক্রাইব করে নিতে হবে।
  • নতুন সদস্যদের প্রথম কাজ হল, ঐ চ্যানেলের নতুন সদস্যপদ পোস্টের নিচে কমেন্ট করে জানান দেওয়া, তারা কোন ইউনিটের সদস্যপদের জন্য আগ্রহী। লিখুন - নাম, দেশ/ রাজ্য/ জেলা/ উপজেলা/ লোকালিটি। এখানে কমেন্ট করার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
  • এরপর আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আপনাকে সদস্য করে নেবো।
  • সমস্ত কাজ সংক্রান্ত যোগাযোগ শুধুমাত্র Telegram এ সম্পন্ন করতে হবে! এজন্য ইমেইল, হোয়াটসঅ্যাপ বা ফোন কল করা যাবে না।
আমাদিগকে পরোপকার করিতে হইবে; ইহাই আমাদের কর্মপ্রবৃত্তির সর্বোচ্চ প্রেরণা - স্বামী বিবেকানন্দ

নিঃস্বার্থপরতা ও সৎকর্ম দ্বারা মুক্তি লাভ করুন!

আমাদের সঙ্গে সম্পৃক্ত হোন