আমরা লক্ষ্য করেছি, বেশীরভাগ মানুষ যখন কোনো সেবাকর্মে নিয়োজিত হয়, বিশেষ করে দশের কাজে, কিছুদিন পর তারা উৎসাহ হারিয়ে ফেলেন। কারন বেশীরভাগ ক্ষেত্রে দশজনের দশরকম মতামত নিয়ে শুধু তর্কাতর্কি হয়, কাজের কাজ কম হয়। তারা সেই কাজকর্মকে আর নিজের মনে করতে পারেন না। সেজন্য উৎসাহ হারিয়ে ফেলেন।
সেই জিনিসটাই বদলে যায়, যখন তারা নিজেদের টাকা দশের কাজে ইনভেস্ট করেন, তখন তারা অনেক বেশী জড়িত থাকেন, কারন তারা দেখতে চান যে, তাদের টাকা ভালো কাজে ঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা। একারনেই সব সক্রিয় মেম্বারকে অর্থ দিয়ে সদস্য হতে হবে। একমাত্র যারা অর্থ প্রদান করেছেন, তারাই ভোট দিতে পারবেন।
আর স্বজনপোষন এড়ানোর জন্য আমাদের সরল নিয়ম, যারা উপকার নেবেন, তারা সিদ্ধান্ত নিতে পারবেন না। আর যারা সিদ্ধান্ত নেবেন, তারা উপকার নিতে পারবেন না।
যেহেতু আমরা একাধিক ডোমেইন কাজ করার চেষ্টা করছি, তাই আমরা আমাদের টিমে সকলকে স্বাগত জানাই। ভাল কাজ করার ইচ্ছাটাই হলো আপনার একমাত্র যোগ্যতা।
আমরা সবাইকে স্বাগত জানাই, আপনি যেভাবেই অবদান রাখতে চান, আমাদের দরজা আপনার জন্য খোলা রইল।
অনুগ্রহ করে, প্রক্রিয়া শুরু করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
আমরা আমাদের নিয়ম সহজ রাখতে চাই, যাতে যে কেউ ভাল কাজ করতে ইচ্ছুক, আমাদের সাথে যোগ দিতে পারেন!
সময়: সাপ্তাহে কমপক্ষে ১ দিন
বাৎসরিক ফি: ১০০ টাকা/ ১০ ডলার
যাদের মেম্বারশিপ ফি দিতে হবে। তারা ভোট দিতে পারবেন। তারা ইলেকশানে দাড়াতে পারবেন না। একমাত্র তারাই বেনিফিট নিতে পারবেন।
আরও পড়ুন
সময়: সাপ্তাহে কমপক্ষে ১ দিন
বাৎসরিক ফি: ১,০০০ টাকা/ ১০০ ডলার
যাদের মেম্বারশিপ ফি দিতে হবে। তারা ভোট দিতে পারবেন। একমাত্র তারাই ইলেকশানে দাড়াতে পারবেন। তারা কোনো বেনিফিট নিতে পারবেন না।
আরও পড়ুন