• বন্ধু

কমিউনিটি শুভাকাঙ্কী, যাকে বর্তমান মেম্বার ইন্ট্রোডিউস করবে। মেম্বারশিপ ফি দিতে হবে না। তারা ভোট দিতে পারবেন না। তারা ইলেকশানে দাড়াতে পারবেন না। তারা কোনো বেনিফিট নিতে পারবেন না।

বন্ধু

  • সময়কাল

    সময়: মাসে কমপক্ষে ১ দিন

  • বাৎসরিক ফি

    ০ টাকা

মাসে কমপক্ষে ১ দিন সময় দিতে হবে। কমিউনিটি শুভাকাঙ্কী, যাকে বর্তমান মেম্বার ইন্ট্রোডিউস করবে। মেম্বারশিপ ফি দিতে হবে না। তারা ভোট দিতে পারবেন না। তারা ইলেকশানে দাড়াতে পারবেন না। তারা কোনো বেনিফিট নিতে পারবেন না।

আমরা কীভাবে কাজ করি?

  • নিজেদের মধ্যে যোগাযোগের জন্য কোন মুদ্রণ উপকরণ ব্যবহার করা হয় না। সব যোগাযোগ ডিজিটাল ফর্মে হয়।
  • আমাদের অফিসে কোন মুদ্রিত ডকুমেন্ট রাখা হয় না। (আইনি প্রয়োজন ছাড়া)। সব কাজ পেপারলেস হয়।
  • সমস্ত অ্যাকাউন্ট এবং নথি ডিজিটাল ফর্মে রক্ষণাবেক্ষণ করা হয়।
  • কোন অফিস সময়সূচী নেই, আপনার সুবিধামতো কাজ করুন, কাজ হলেই হলো।
  • কোর টিম শুধু সাপ্তাহিক ছুটির দিনে মিলিত হয়। বাকীরা মাঝে মধ্যে সময় সুযোগ মতো।
  • সদস্যদের সব কার্যক্রম ডিজিটাল সিস্টেমে রিমোট অফিস থেকে তত্ত্বাবধান করা হয়।

সদস্যদের জন্য প্রয়োজনীয়তা

  • সদস্যদের একটি ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। (যদি না থাকে তবে তৈরি করে নিন। অনুগ্রহ করে আপনার অফিসের ইমেল ব্যবহার করবেন না।)
  • সদস্যদের স্মার্ট ফোন থাকতে হবে, অ্যান্ড্রয়েড বা আইওএস থাকতে হবে।
  • সদস্যদের নিজদের মধ্যে যোগাযোগ করতে হবে Telegram অ্যাপের মাধ্যমে। সদস্যদের তাদের মোবাইল ডিভাইসে Telegram ইনস্টল করে নিতে হবে (Play Store বা App Store তে “Telegram” সার্চ করুন)।
  • সদস্যদের Telegram এ @BongiyoSamaj চ্যানেলটি সাবসক্রাইব করে নিতে হবে।
  • নতুন সদস্যদের প্রথম কাজ হল, ঐ চ্যানেলের নতুন সদস্যপদ পোস্টের নিচে কমেন্ট করে জানান দেওয়া, তারা কোন ইউনিটের সদস্যপদের জন্য আগ্রহী। লিখুন - নাম, দেশ/ রাজ্য/ জেলা/ উপজেলা/ লোকালিটি। এখানে কমেন্ট করার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
  • এরপর আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আপনাকে সদস্য করে নেবো।
  • সমস্ত কাজ সংক্রান্ত যোগাযোগ শুধুমাত্র Telegram এ সম্পন্ন করতে হবে! এজন্য ইমেইল, হোয়াটসঅ্যাপ বা ফোন কল করা যাবে না।
আমাদিগকে পরোপকার করিতে হইবে; ইহাই আমাদের কর্মপ্রবৃত্তির সর্বোচ্চ প্রেরণা - স্বামী বিবেকানন্দ

নিঃস্বার্থপরতা ও সৎকর্ম দ্বারা মুক্তি লাভ করুন!

আমাদের সঙ্গে সম্পৃক্ত হোন